চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার নগরের চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন।

অভিযানে মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ ছাড়া বিস্কুট ও পাউরুটি বিক্রির দায়ে সুইট বাংলাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন এবং মিথ্যা তথ্য দিয়ে বিক্রি করার অপরাধে মেসার্স চিটাগাং ফুডসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন বলেন, নগরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদের সতর্ক করা হয়। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হাসান, বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা ফারহানা জাহান পারুল, ফিল্ড অফিসার সজীব চৌধুরী, পরিদর্শক (মেট.) প্রিময় মজকুরী প্রমুখ।