ভোক্তাকণ্ঠ ডেস্ক: কক্সবাজারে বিভিন্ন অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে শহরের বাজারঘাটা ও বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।
তিনি বলেন, মূলত কক্সবাজারে ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় বাজারঘাটা এলাকায় এবি পোলট্রি অ্যান্ড ডেইরিকে বেশি মূল্যে ডিম বেচার অপরাধে পাঁচ হাজার টাকা, মূল্য তালিকা না থাকার অপরাধে জেরিন রেস্তোরাঁকে দুই হাজার টাকা, একই অপরাধ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যদ্রব্য ব্যবহারের অপরাধে বড় বাজারের শাহবাগ হোটেলকে ১৫ হাজার টাকা, প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে না বিক্রির অপরাধে জাহাঙ্গীর স্টোরকে পাঁচ হাজার টাকা এবং মোড়কজাত পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ, এমআরপি না থাকার অপরাধে আমানুল্লাহ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়াও বেচা-কেনায় পাকা রশিদ পরিবীক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন এবং সে অনুযায়ী বিক্রি করছেন কিনা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছেন কি না, ওজনে কারচুপি করছেন কি না, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মজুদ পরিস্থিতির বিষয় মনিটরিং করা হয়েছে।
অভিযান চলাকালীন ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং ভোক্তা-ব্যবসায়ীদের সচেতন করা হয়।
এ সময় সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জহরলাল পাল ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।