কাজী মাসউদ: কুমিল্লায় অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরাকে সাথে নিয়ে আদর্শ সদর উপজেলার ক্যান্টনমেন্টের নিশ্চিন্তপুরে মেসার্স মাতৃভাণ্ডার সুইটস( প্রা: লি:) ও মেসার্স হক সুইটস এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মেসার্স মাতৃভান্ডার সুইটস নামে প্রতিষ্ঠানটি বিএসটিআই এর কোন বৈধ কাগজপত্র ছাড়াই মেসার্স শাহজালাল সুইটসের কাগজপত্র দিয়ে মেসার্স মাতৃভাণ্ডার সুইটমিট( মিস্টি) ও ফার্মেন্টেড মিল্কপণ্য উৎপাদন ও বিক্রয় বিতরণ করে আসছে। বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করে মানচিহ্ন ব্যবহার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, সুইটমিট ও ফার্মেন্টড মিল্ক বিক্রয় ও বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন ২০১৮ এর ২৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এদিকে, মেসার্স হক সুইটস নামে অপর আরেকটি প্রতিষ্ঠান বিএসটিআই হতে রসমালাই ও ফার্মেন্টেড মিল্কস পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না নিয়ে তাহা প্রস্তুত, মোড়কজাত ও বিক্রয় করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর৪১ ধারা অনুযায়ী ৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহমদ, কাজী মোঃ শাহান ও পরিদর্শক (মেট্রলজি) আরিফ উদ্দিন প্রিয়।