কাজী মাসউদ আলম: জ্বালানি রূপান্তর নীতি- ২০২৪ বাস্তবায়ন এবং এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কুমিল্লা জেলার নেতৃবৃন্দ।
রোববার ক্যাব কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলমের নেতৃত্বে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্যাব কুমিল্লা জেলা কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ মাহতাব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদ আলম, অর্গানাইজিং সেক্রেটারি মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক ডা. নজরুল ইসলাম ফিরোজ, ক্যাবের জেলা কমিটির অন্যতম সদস্য রোকসানা ইসলাম দুলালী, মায়া নাসরিন, নাসিমা খানম, অ্যাড. কামরুন্নাহার মিনু, জাহিদুল হক, ক্যাবের বুড়িচং থানার সভাপতি গাজী জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. লিটন রেজা, ব্রাহ্মণপাড়া উপজেলার সভাপতি গোলাম কিবরিয়া অপু ও সাধারণ সম্পাদক উসমান ভূঁইয়া এবং লাকসাম উপজেলা প্রতিনিধি মুরশিদুর রহমান সোহেলসহ ক্যাবের অন্যান্য নেতৃবৃন্দ।