ভোক্তাকণ্ঠ ডেস্ক: নোয়াখালী প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে পঁচা মিষ্টি সরবরাহ করার অভিযোগে ‘মোহাম্মদীয়া হোটেল’ নামে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে মাইজদীর প্রধান সড়কে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ বিন আখন্দ এ অভিযান চালান।
তিনি বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে শহরের মোহাম্মদীয়া হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বিক্রি, সংরক্ষণ ও পরিবেশনের প্রমাণ পাওয়া যায়। পরে ওই প্রতিষ্ঠানের মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার বলেন, একটি জাতীয় দৈনিকের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে মোহাম্মদীয়া হোটেল থেকে মিষ্টি কেনা হয়। কিন্তু তারা ইচ্ছাকৃত ভাবে সাংবাদিকদের জন্য বাসি এবং পঁচা মিষ্টি সরবরাহ করে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়।
আদালত সূত্র জানায়, অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি খাবারের গুণগত মান নিশ্চিত করতে এক সপ্তাহ সময় বেধে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।