ভবনে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা থাকলে ১০ শতাংশ হোল্ডিং কর মওকুফ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাজধানীতে ‘নিরাপদ স্যানিটেশন: ঢাকা উত্তর সিটি করপোরেশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।
মেয়র বলেন, নগরসহ দেশকে রক্ষা করার দায়িত্ব সকলের। নিজ নিজ অবস্থানে থেকে এ বিষয়ে সকলকে দায়িত্ব পালন করতে হবে, সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। যেসব ভবনে রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের ব্যবস্থা থাকবে, সেসব ভবন মালিকদের ১০ শতাংশ হোল্ডিং কর রেয়াত দেওয়া হবে।
আতিকুল ইসলাম আরও বলেন, অপরিকল্পিত ঢাকাকে সবাই মিলে বাসযোগ্য, সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে।