ভেজালমুক্ত খাবারের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন

ভোক্তাকণ্ঠ ডেস্ক: সাভারের আশুলিয়ায় ভেজালমুক্ত খাবারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সাভারের আশুলিয়ার ডিইপিজেড-ভাদাইল আঞ্চলিক সড়কের পবনারটেক এলাকায় কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভেজালবিরোধী শ্লোগান লেখা ফেস্টুন, প্ল্যাকার্ড ও ক্যাপ পরিধান করে অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে হাজী ওয়াজ উদ্দিন মডেল স্কুলের শিক্ষার্থীরা, শিক্ষক, ব্যবসায়ী, কারিতাস উদ্যম প্রকল্পের নেটওর্য়াক ফোরামের সদস্যবৃন্দ, সামাজিক দলের সদস্য এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের লক্ষ্যে ভেজালমুক্ত খাদ্যের বিকল্প নেই। ভেজাল খাদ্য খেয়ে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ নানা ধরনের অসুস্থতায় ভুগছে। ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার এবং সামাজিক ভাবে প্রতিরোধ করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানান।

এ সময় স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সদস্য আলহাজ্ব আবু সাদেক ভূঁইয়া, কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, এ্যাডভোকট মীর জাহান খান শাহীন, সুমন রোজারিও, আগষ্টিন মিন্টু হালদার, ফরহাদ হোসেন, ইউসুফ মাষ্টার, আরিফুল ইসলামসহ আরো অনেকেই মানববন্ধনে বক্তব্য রাখেন।