ভোক্তাকণ্ঠ ডেস্ক: ফরিদপুরের নগরকান্দায় যৌথ অভিযান চালিয়ে তিনটি পেঁয়াজের আড়তকে নয় হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার সকালে উপজেলার রসুলপুর পেঁয়াজের আড়তে এ অভিযান চালানো হয়।
অভিযানে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেসার্স আহম্মাদ এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা ও মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া, মেসার্স সিরাজ মাতুব্বর ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
তিনি বলেন, সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় না করা, পাকা ক্রয়-বিক্রয় রশিদ না থাকা ও মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়। সরকারের নির্ধারিত দাম বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে৷