ভোক্তাকণ্ঠ ডেস্ক: ফরিদপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর ১৫০ টাকার ডাব ৮০ টাকায় বিক্রি হচ্ছে। রোববার শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
তিনি বলেন, শহরের চকবাজার, থানা রোডসহ বিভিন্ন এলাকার অস্থায়ী ডাবের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানিদের কেনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে ১৫০ টাকার ডাব দোকানিরা ৭০-৮০ টাকায় বিক্রি শুরু করেন। এছাড়াও শহরের চকবাজারের সাপ্তাহিক হাটে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় রসুনের ক্রয় রশিদ দেখাতে না পাড়ায় ও বেশি দামে রসুন বিক্রির অপরাধে দু’জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
এ সময় বাজার জেলা স্যানিটারি ইন্সপেক্টার বজলুর রশিদ, বাজার বণিক সমিতির প্রতিনিধি ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।