ফরিদপুরে ইলিশের আড়তে অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ফরিদপুরে ইলিশের আড়তে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ফরিদপুর শহরের হাজী শরীয়ত উল্লাহ বাজারে ইলিশের পাইকারি আড়তে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

এ সময় ইলিশের আড়তে পাকা ক্রয় রসিদ না থাকা, ভোক্তা পর্যায়ে দাম বেশি নেওয়া ও ওজনে কারসাজি করায় রুপালি ফিস ও দুর্গা মৎস্য আড়তকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের ফলে ইলিশের দাম প্রকারভেদে ১৭০০ টাকা থেকে কমে ১৪০০ টাকায় বিক্রি হয়। কেজি প্রতি ২০০-৩০০ টাকা কমে যায়। এ সময় পাকা ভাউচার সংরক্ষণ করা এবং ইলিশের বাজারে সিন্ডিকেট যেন না হয় মর্মে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মো. আব্দুল কাইয়ুম, জাহিদ, রুবেল ও জেলা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ব্যাটালিয়ন আনসার এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতারা উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।