ভোক্তাকণ্ঠ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে অনিয়মের অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ আদেশ দেন।
তিনি বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সে সময় বাজারের তিন ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় ৩ মামলায় এ জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে বেঞ্চ সহকারি মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।