ভোক্তাকণ্ঠ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ভেজাল খেজুরের গুড় তৈরি কারখানায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার বিকেলে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের দোঁতারা গ্রামে জয়নাল খানের বাড়িতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
জয়নাল খাঁন কাঁঠালবাড়ী ইউনিয়নের দোঁতারা গ্রামের বাসিন্দা।
ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে কাঁঠালবাড়ী এলাকার দোঁতরা গ্রামে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এ সময় খেজুরের রস ছাড়াই ভারতীয় গুড়ের সঙ্গে চিনি, কেমিকেল ও কাপড়ের রং ব্যবহার করে গুড় তৈরি দেখতে পায় তারা। পরে তৈরিকৃত প্রায় ১৫ মণ ভেজাল গুড় জব্দ করে ভোক্তা অধিদপ্তর। এছাড়া নানা উপকরণ জব্দ করা হয়। ভেজাল গুড় তৈরির দায়ে জয়নাল খাঁনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জান্নাতুল ফেরদৌস জানান, ভেজাল গুড় তৈরির খবর পেয়ে আমরা ওই বাড়িতে অভিযান চালাই। ভেজাল গুড় তৈরির নানা উপকরণ এবং ১৫ মণ ভেজাল গুড় জব্দ করা হয়। জরিমানার পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে সতর্ক করে দেওয়া হয়। জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার জুয়েল মিয়া, শিবচর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফজলুল হকসহ শিবচর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।