ভোক্তাকণ্ঠ ডেস্ক: মাদারীপুর সদর উপজেলায় মস্তফাপুর এলাকায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুরে মোস্তফাপুর এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
জানা যায়, রমজান উপলক্ষে বিভিন্ন ব্যবসায়ীরা অসাধু উপায়ে দ্রবের দাম লাগামহীন ভাবে বাড়িয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় মোস্তফাপুর এলাকার পাঁচটি প্রতিষ্ঠান রাজধানী ফল ভান্ডার, আল আমিন ফল ভান্ডার, সোহাগ ফল ভান্ডার, খেজুর দোকান, মাংসের দোকান, ফলের দোকানে নির্দিষ্ট মূল্য তালিকা না থাকায় তাদেরকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জান্নাতুল ফেরদৌস বলেন, অসাধু ব্যবসায়ীরা দ্রব্যের দাম লাগামহীন ভাবে বাড়াতে না করতে পারে সে জন্য আমাদের অভিযান সব সময় অব্যাহত থাকবে।