রাজবাড়ীতে ৬ প্রতিষ্ঠানকে টাস্কফোর্সের জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজবাড়ীর সদর ও কালুখালী উপজেলায় বাজার তদারকিকালে অনিয়মের অভিযোগে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি।

বুধবার সদর উপজেলার পৌর ১ নং রেলগেইট ও প্রধান সড়ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল।

এদিকে, কালুখালী উপজেলার মৃগী বাজার এলাকায় তদারকি করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টাস্কফোর্সের সদস্য সচিব কাজী রকিবুল হাসান।

তদারকিকালে সদর উপজেলার পৌর ১ নং রেলগেইট ও প্রধান সড়ক এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যথাক্রমে- ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে চার হাজার টাকা এবং বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

এছাড়াও, কালুখালী উপজেলার মৃগী বাজারের মেসার্স মাসুদ কৃষি ভান্ডারকে প্রতিশ্রুত পণ‌্য যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

টাইগার সীড ভান্ডারকে মেয়াদোত্তীর্ণ পণ‌্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে তিন হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বাজার ব‌্যবসায়ী বণিক সংগঠনের সহায়তায় তদারকি কার্যক্রমে অংশগ্রহণ করেন যথাক্রমে- জেলা নিরাপদ খাদ‌্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, জেলা নিরাপদ খাদ‌্য পরিদর্শক সূর্য‌্য কুমার প্রামাণিক ও পুলিশ লাইন্সের এএসআই মো. হাবিবুর রহমান।

জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।