ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজবাড়ীতে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা শাখার উদ্যোগে ভোক্তা স্বার্থ সংরক্ষণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজবাড়ী রেড ক্রিসেন্ট প্লাজার তৃতীয় তলায় স্বেচ্ছাসেবী সংস্থা কেকেএস এর প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ঈদ-উল-আজহায় ভোক্তা সাধারণ যেন তাদের প্রয়োজনীয় সকল পণ্য ক্রয়ে কোনো ভোগান্তির স্বীকার না হন অথবা ব্যবসায়ীদের মাধ্যমে সাধারণ ভোক্তার নাগরিক অধিকার ক্ষুন্ন না হয় স্থানীয় ভাবে সেটা নিশ্চিত করতে এ সভা আয়োজন করা হয়।
ক্যাব রাজবাড়ী জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বারের সভাপতিত্বে এবং ক্যাব রাজবাড়ী জেলা সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসিফুর রহমান।
সভায় বক্তারা আসন্ন ঈদ এবং সাধারণ সময়গুলোতে ভোক্তাবান্ধব বাজার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন বলে উল্লেখ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, দৈনিক আমাদের রাজবাড়ীর সম্পাদক ফকীর জাহিদুল রুমন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন, রাজবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী চাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজী বেনজির আহমেদ, ঔষুধ ব্যবসয়ী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মুরগী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ. আজিজ সরদার, মাংস বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আকবর আলী প্রমুখ।