ভোক্তাকণ্ঠ রিপোর্ট: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি ও পর্যালোচনাকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট সাত হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি।
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার নারুয়া বাজার ও পেঁয়াজ হাট এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকিকালে উপজেলার নারুয়া বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন ২০১০, মাতৃদুগ্ধ বিকল্প ও শিশু খাদ্য আইন ২০১৩ এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পৃথক তিনটি প্রতিষ্ঠানকে মোট তিন হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
এছাড়াও, নারুয়া বাজারের গণেশ স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে চার হাজার টাকা জরিমানা করে আদায় করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টাস্কফোর্সের সদস্য সচিব কাজী রকিবুল হাসান।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী বণিক সংগঠনের সহায়তায় তদারকি কার্যক্রমে অংশগ্রহণ করেন যথাক্রমে- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. পনিরুজ্জামান পনির, কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক মো. আফজাল হোসেন ও পুলিশ লাইন্সের এএসআই মো. নাজমুল হক।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।