ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাজবাড়ীর সদর ও বালিয়াকান্দি উপজেলায় বাজার তদারকিকালে অনিয়মের অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি।
মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সদর উপজেলার সূর্য্যনগর পুরাতন ও রেলগেইট বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টাস্কফোর্সের সদস্য সচিব কাজী রকিবুল হাসান।
এদিকে, বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আধীন যথক্রমে দুটি প্রতিষ্ঠানকে মোট নয় হাজার টাকা জরিমানা করে আদায় করেন।
তদারকিকালে সদর উপজেলার সূর্য্যনগর রেল গেইটের পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে চার হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
মেসার্স খান স্টোরকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে দুই হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী বণিক সংগঠনের সহায়তায় তদারকি কার্যক্রমে অংশগ্রহণ করেন যথাক্রমে- সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন, পুলিশ লাইন্সের এএসআই মোঃ নজরুল ইসলাম ও টাস্কফোর্স কমিটির শিক্ষার্থী প্রতিনিধি শীতল গাজী।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।