ভোক্তাকণ্ঠ রিপোর্ট: নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি ও পর্যালোচনাকালে রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাজার তদারকিকালে অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ১৫ মিনিট পর্যন্ত উপজেলার লাড়িবাড়ী বাজার ও পেঁয়াজ হাটে বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টাস্কফোর্সের সদস্য সচিব কাজী রকিবুল হাসান।
তদারকিকালে লাড়িবাড়ী বাজারের আজহার স্টোরকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারার লঙ্ঘনজনিত অপরাধে এক হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
মেসার্স তুরাণকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
আকরাম স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধে সাত হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে পণ্যের মূল্য যথাযথ ভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী বণিক সংগঠনের সহায়তায় তদারকি কার্যক্রমে অংশগ্রহণ করেন যথাক্রমে- কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক মো. আফজাল হোসেন, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, শিক্ষার্থী প্রতিনিধি শীতল গাজী এবং রাজবাড়ী পুলিশ লাইন্সের এএসআই মো. আশরাফুল ইসলাম।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।