ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজবাড়ীতে বাজার তদারকিকালে অনিয়মের অভিযোগে জননী গাউছিয়া বেকারীকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার সদর উপজেলার বড় বাজার ও আলাদীপুর বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারি ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
তদারকিকালে আলাদীপুর বাজারের জননী গাউছিয়া বেকারীকে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধে আট হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে পণ্যের মূল্য যথাযথ ভাবে বিক্রয় সঠিকতা যাচাইসহ ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী বণিক সংগঠনের সহায়তায় এবং পুলিশ লাইন্স রাজবাড়ীর সদস্যবৃন্দ ও সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরের অংশগ্রহণে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।