ভোক্তাকণ্ঠ ডেস্ক: শরীয়তপুরের নড়িয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ওজনে কারচুপি করাসহ ভোক্তা-অধিকারবিরোধী অনিয়মের অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা-অধিকারবিরোধী কার্য প্রতিরোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে নড়িয়া বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।
অভিযানে সহযোগিতা করেন জেলা ক্যাব সভাপতি বিল্লাল হোসেন খান ও নড়িয়া থানা পুলিশের একটি টিম।