ভোক্তাকণ্ঠ ডেস্ক: শরীয়তপুরের ভেদরগঞ্জে বাজার তদারকিকালে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার উপজেলার সখিপুর বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, খাবার হোটেল, ঔষধের দোকান ও কাঁচা বাজার পরিদর্শন করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, খাদ্যে ক্ষতিকর রঙ ব্যবহার, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ খাদ্য, ঔষধ ও ফিজিসিয়ান স্যাম্পল প্রদর্শন করাসহ ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য, জেলা ক্যাব সভাপতি বিল্লাল হোসেন খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল হোসেন ও সখিপুর থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ তদারকি অব্যাহত থাকবে।