মো. আবু জুবায়ের উজ্জল: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর টাঙ্গাইল জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে প্রেস ক্লাবের নিচতলায় একটি পত্রিকার কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ভোক্তার অধিকার, মানুষের মৌলিক অধিকার- দেশের সিংহ ভাগ নাগরিক এ সম্পর্কে সচেতন নন। তাই তারা পণ্য কিনে বা সেবা ভোগ করে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। একজন নাগরিক যে পণ্য বা সেবা ক্রয় করেন, তা প্রতিশ্রুতি ও গুণগত মান অনুযায়ী ভোগের অধিকার রয়েছে ভোক্তাদের।
সহজ ভাষায় বললে, ভোক্তা অধিকার হলো অর্থের বিনিময়ে যথাযথ মানসম্পন্ন, স্বাস্থ্যকর, নিরাপদ ও ভেজালমুক্ত পণ্য ও সেবা লাভের অধিকার। নিরাপদ পণ্য বা সেবা পাওয়া, পণ্যের উৎপাদনের উপাদান, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, পণ্যের সঠিক মূল্য জানা, গুণগত মান অক্ষুণ্ন রেখে পণ্য পাওয়ার অধিকার ভোক্তা অধিকারের অন্তর্ভুক্ত।
সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, সুমন কুমার রায়, মনির হোসেন ও সুজনসহ আরও অনেকে।