জ্বালানি খাত সংস্কারে ক্যাব টাঙ্গাইলের স্মারকলিপি প্রদান

মো. আবু জুবায়ের উজ্জ্বল: জ্বালানি রপ্তানির নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে স্মারকলিপি দিয়েছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) টাঙ্গাইল জেলা কমিটি।

বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক শরিফা হকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

জনগণ যেন সঠিক দাম, মাপ ও মানে বিদ্যুৎ এবং প্রাথমিক ও নবায়নযোগ্য জ্বালানি সেবা পায় এবং লুণ্ঠনের শিকার না হয় সে জন্য বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি সরবরাহের সকল পর্যায়ে স্বচ্ছতা, ন্যায্যতা সমতা যৌক্তিকতা ও জবাবদিহিতা তথা জ্বালানি সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে ক্যাবের পক্ষ থেকে লুণ্ঠন প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের আমলে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচার নিশ্চিত করার লক্ষ্যে ক্যাব প্রস্তাবিত রপ্তানির নীতি বাস্তবায়ন চায় এবং এর আলোকে ২১ দফা দাবি তুলে ধরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে ক্যাব জেলা কমিটি।

এ সময় উপস্থিত ছিলেন ক্যাব জেলা শাখার সভাপতি মন্জুরাণী প্রমানিক, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, রাশেদ খান মেনন, মনিরুজ্জামান, মোস্তফা কামাল ও কাওসার আহমেদসহ আরও অনেকেই।