মো. আবু জুবায়ের উজ্জল: টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীনুর আলম, জেলা ব্যবসায়ীক ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেয়ার দাবি জানান। সেই সাথে রমজান মাসে প্রতিনিয়ত বাজার তদারকির আহ্বানও জানানো হয়। যাতে ব্যবসায়ীরা উচ্চ মূল্যে নিত্যপণ্য সামগ্রী বিক্রি করতে না পারে।