মো. আবু জুবায়ের উজ্জ্বল: টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন মুরগি খামারী ও ডিমের পাইকারদের দুই লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে উপজেলায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
জানা যায়, উপজেলার কুতুবপুর বাজারে মুরগির খামারি ও ডিমের পাইকারি আড়তে তদারকি করে পাইকারি বিক্রয় রশিদে দর উল্লেখ না করা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত যৌক্তিক দামের অতিরিক্ত দামে ডিম বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স রবিউল ট্রেডার্সকে ৮০ হাজার টাকা, একই অপরাধে ডিমের পাইকারি আড়ৎদার মেসার্স এস এস এস এন্টারপ্রাইজকে ৮০ হাজার টাকা, বড়চওনা বাজারে একই অপরাধে জাকিয়া এন্টারপ্রাইজকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক শাহীনুর আলম বলেন, অভিযানে সকলকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে চলার অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ক্যাবের সদস্য ও সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে জেলা স্যানিটারী ইন্সপেক্টরসহ পুলিশ সদস্যরা।