মো. আবু জুবায়ের উজ্জল: টাঙ্গাইলে দুটি ফাস্টফুডকে মোট দুই লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার কলেজ পাড়া ও রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকতারুজ্জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকতারুজ্জামান বলেন, শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পথিকের কারখানা কলেজ পাড়া ও মহাসড়কের পাশে রাবনা বাইপাস এলাকার মায়া হোটেলে অভিযান চালানো হয়। স্যাঁতস্যাঁতে, অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় পথিক কারখানাকে দুটি ধারায় সর্তক করে নিরাপদ খাদ্য আইনে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, মায়া হোটেলের রেস্তোরাঁ লাইসেন্স না থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইনে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াদ রায়হান আবির, স্যানেটারী ইন্সপেক্টর শাহিদা আক্তার ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।