অরিন্দম দেবনাথ: বাগেরহাটে নিত্যপ্রয়োাজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক মোহা. খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রধান এবং জেলা বণিক সমিতি, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বাগেরহাটের নেতৃবৃন্দ, ভোক্তা ও সামাজিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে এবং ক্যাব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহযোগীতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাসের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম, ক্যাব বাগেরহাটের সভাপতি বাবুল সরদার, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-ইমরান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহেব আলী, প্রেস ক্লাবের সভাপতি বাকী তালুকদার, ব্যবসায়ী নেতা সাহেব সরদার, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সেলিম হাসান তরফদার পারভেজ, আমল সাহা, কৃষি কর্মকর্তা আব্দুল্লা-আল মামুন, আব্দুস সালাম, শ্রীধাম সাহা, কামরুল হোসেন, তাপস কুন্ড, শেখ রিয়াদুল ইসলাম, সাংবাদিক আলী আকবর টুটুল, ইয়ামীন আলী প্রমুখ।
সভায় মাহে রমজানে বাজার পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখার লক্ষ্যে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ক্যাব বাগেরহাট জেলা শাখা আসন্ন রমজানে বাজার সহনীয় রাখতে আটটি সুপারিশ ও ভোক্তা-অধিকার বিষয়ে তুলে ধরেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে সভায় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, ক্যাবের সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুহা. খালিদ হোসেন বলেন, প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। অতিরিক্ত মুনাফার জন্য কোনো অবস্থাতেই অবৈধ মজুদ করা যাবে না। ক্রয় ও বিক্রয়ের ভাউচার থাকতে হবে। স্টক-রেজিস্ট্রার নিয়মিত আপডেট করতে হবে।’
তিনি পবিত্র এ মাসে সকল ব্যবসায়ীকে ধর্মীয় ও নৈতিক অনুশাসন মেনে ব্যবসা করার জন্য আহ্বান জানান।