নিপা বিড়ি ফ্যাক্টরীতে ব্যবহৃত হতো নকল ব্যান্ড রোল

অরিন্দম দেবনাথ: বাগেরহাটের মোল্লাহাটে নকল সোনালী বিড়ি তৈরি ও নকল ব্যান্ড রোল ব্যবহার করে বিড়ি তৈরি করার অপরাধে নিপা বিড়ি ফ্যাক্টরীকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে উপজেলার কুলিয়া বাজারের ওই ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

সে সময় এক লাখ ৬০ হাজার পিস নকল বিড়ি ও দেড় লাখ জাল ব্যান্ডরোল ধ্বংস করা হয়।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, নকল সোনালী বিড়ি তৈরি ও নকল ব্যান্ড রোল ব্যবহার করে বিড়ি তৈরি করার অপরাধে নিপা বিড়ি ফ্যাক্টরীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় দেড় লাখ টাকা জরিমানা করা হয় ও নকল বিড়ি এবং রোল ধ্বংস করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিক ভাবে অভিযুক্ত প্রতিষ্ঠান স্বেচ্ছায় পরিশোধ করেছে। সেই সঙ্গে পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন ফ্যাক্টরীর মালিক।