ভোক্তাকণ্ঠ ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে ভোক্তা-অধিকার নিশ্চিত করতে ও বাজার দর স্থিতিশীল রাখতে মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সদর বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতান।
সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় ও থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান আহমেদ এ সময় তার সঙ্গে ছিলেন।
ইউএনও বলেন, আপাতত ব্যবসায়ীদের সচেতন করা হলো। পরবর্তী সময়ে সরকার ঘোষিত বাজার দরের সঙ্গে কোনো প্রকার হের ফের দেখা গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।