ভোক্তাকন্ঠ ডেস্ক: ঈদ-উল ফিতরকে সামনে রেখে চুয়াডাঙ্গায় চার দোকানে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার নিউমার্কেট, প্রিন্স প্লাজা ও কবরী রোড এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি জানান, চুয়াডাঙ্গার নিউ মার্কেটে অভিযানে মেসার্স হৃদয় ফ্যাশান নামক প্রতিষ্ঠান তদারকিকালে নির্ধারিত লাভের চেয়ে অতিরিক্ত লাভে বিভিন্ন কাপড় বিক্রি ও পণ্যের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে মালিক আকতার হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া মেসার্স আজিজ বস্ত্রালয়ের মালিক আজিজ মাকসুদকে নির্ধারিত লাভের অতিরিক্ত লাভে বিভিন্ন জামা-কাপড় বিক্রির অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে প্রিন্স প্লাজা মার্কেটে মেসার্স স্টাইল ওয়ান প্রতিষ্ঠানে তদারকিতে ৭৫০ টাকা মূল্যের একটি শার্টে দুই হাজার ৮৫০ টাকা প্রাইস ট্যাগ লাগানোর প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ একটি শার্টে দুই হাজার ১০০ টাকা লাভ রাখা হয়েছে। অস্বাভাবিক এ মূল্য বৃদ্ধির অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার একেএম আলিমুজ্জামানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও চুয়াডাঙ্গা শহরের কবরী রোডে মেসার্স ভাই ভাই ফুসকা হাউজকে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়।