ভোক্তাকণ্ঠ ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগরে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করে একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসপাতাল রোডে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি জানান, অভিযানে ল্যাবে মেয়াদোত্তীর্ণ টেস্ট কিট ও মেডিসিন পাওয়া যায়, ল্যাবের ফ্রিজে নিয়ম বহির্ভূত ভাবে কাঁচা মাছ-মাংস, দুধ ইত্যাদি সংরক্ষণ করা, এমবিবিএস ডাক্তার ও নির্ধারিত টেকনিশিয়ান ব্যতীত অন্যদের দিয়ে আল্ট্রা-সনো ও এক্সরে করানোর প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে অঙ্কন ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের মালিক আসাদুজ্জামান রিপনকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫৩ ধারায় ৩০ হাজার টাকা, একই অপরাধে একই ধারায় মেসার্স আল হেরা ডায়াগনস্টিক সেন্টারের মালিক নুরুল আমিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদন ও সেবার মূল্যতালিকা না থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এক সপ্তাহের জন্য প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয় ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি জীবননগর হাসপাতালের আরএমও ড. মুস্তাফিজুর রহমান ও স্যানিটারি ইন্সপেক্টর, আনিসুর রহমান এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈকতের নেতৃত্বে জীবননগর থানা পুলিশের একটি টিম।