ভোক্তাকণ্ঠ ডেস্ক: খুলনায় অতিরিক্ত দামে আলু বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন করায় তিন ব্যবসায়ীকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার নগরীর সোনাডাঙ্গা কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব।
যাদের জরিমানা করা হয়েছে, মেসার্স আয়েশা বাণিজ্য ভাণ্ডারের মালিক গোবিন্দ কুণ্ডুকে (৪৪) পাঁচ হাজার টাকা, সোনাডাঙ্গা বাস টার্মিনালের ভর্তা বাড়ি রেস্টুরেন্টের মালিক মো. সবুজকে (৫০) ২০ হাজার টাকা ও কেডিএ নিউ মার্কেটের নুরুল ইসলাম ট্রেডার্সের মালিক মো. নুরুল ইসলামকে (৫১) দুই হাজার টাকা।
র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবির বলেন, সোনাডাঙ্গা কাঁচা বাজারে অতিরিক্ত দামে আলু বিক্রি করায় তাদেরকে জরিমানা করা হয়।