ভোক্তাকণ্ঠ ডেস্ক: খুলনার পাইকগাছায় জ্বালানি তেল ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন।
অভিযানে পেট্রোল প্রতি ১০ লিটারে ৫২০ মি.লি. কম দেওয়ার অপরাধে পৌরসভার সরলস্থ আসিফ ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা ও ডিজেল প্রতি ১০ লিটারে ৪৫০ মি.লি. কম দেওয়ায় জিরোপয়েন্টস্থ উজ্জ্বল সরদারের জয় মা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন বিএসটিআই খুলনার পরিদর্শক মো. রাকিব ইসলাম ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম।