ভোক্তাকণ্ঠ ডেস্ক: খুলনার পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল-আমিন পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিষ্টি উৎপাদনকারী তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।
এ সময় পেশকার মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।