গাংনীতে টাস্কফোর্সের অভিযান

মাজেদুল হক মানিক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর নিয়ন্ত্রণে মেহেরপুরের গাংনীতে অভিযান পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি। এ সময় বাদল ট্রেডার্স নামের এক দোকানীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার বিকেলে উপজেলার বামুন্দী বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম।

অভিযানে অত্যাবশ্যকীয় পণ্য বিক্রিত লাইসেন্স এবং পণ্যের বিক্রয় মূল্য প্রদর্শন না করায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬এর ৬/১ ধারায় বাদল ট্রেডার্সকে জরিমানা করা হয়। ‌একই সময়ে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকায় সতর্ক করা হয়।

এছাড়াও, বামুন্দি বাজার কমিটির সভাপতি আব্দুল আউয়ালকে বাজারের পণ্য সরবরাহ ও ন্যায্যমূল্যে কেনাবেচা করার জন্য বিভিন্ন নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে উপস্থিত ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম, ক্যাব গাংনী উপজেলা শাখার সভাপতি তৌহিদ উদ-দৌলা রেজা ও সহ-সভাপতি মজনুর রহমান আকাশসহ ও ছাত্র প্রতিনিধিবৃন্দ।

সেনাবাহিনীর একটি দল অভিযানের সহযোগিতা করে।