ভোক্তাকণ্ঠ ডেস্ক: খুলনার বাজারে গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কমেছে। তবে ডিম, মাছ ও মাংসের দাম আগের মতো থাকলেও বেড়েছে চালের দাম। রোববার খুলনার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০ টাকা, মুলার কেজি ২০, পেঁপে ২০, বেগুন আকার ভেদে ৪০-৫০, লাউ প্রতি পিস ৩০-৪০, টমেটো ৪০-৫০, গাঁজর ৬০ ও শিম প্রকারভেদে ৩০-৪০ টাকা। লাল শাক, পালং ও কলমি শাক ২০-৩০ টাকায় কেজি দরে পাওয়া যাচ্ছে। আলু কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়, দেশি রসুন ২২০ টাকা ও ভারতীয় রসুন প্রতি কেজি ১৮০-২০০ টাকা, প্রকারভেদে আদা পাওয়া যাচ্ছে ১০০-১৫০ টাকার মধ্যে।
মুদি বাজার ঘুরে দেখা যায়, বোতলজাত ৫ লিটারের সয়াবিন ৮৫০ এবং এক লিটার ১৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে, খোলা পামওয়েল প্রতি লিটার ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ডিম এক হালি ৪৮ টাকা ও চিনি ১৪০ টাকা কেজি।
মাংসের বাজার ঘুরে জানা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকা, সোনালি মুরগি পাওয়া যাচ্ছে ৩৩০ টাকা, গরুর মাংস ৭০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এদিকে, তেলাপিয়া ১৩০ টাকা কেজি, চিংড়ি প্রকারভেদে ৫০০-৭০০, পাবদা মাছ ৪০০-৪৫০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা, মাঝারি রুই প্রতি কেজি ৩০০ টাকা, পাঙাশ ১২০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
চালের বাজারে মিনিকেট বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা, নাজিরশাইল ৮২-৮৬ টাকা, স্বর্ণা চালের দাম বেড়ে ৫৫-৬০ টাকা, কাটারিভোগ ৮৫ টাকা, পুরাতন আটাশ ৬২-৬৫ টাকা, প্যাকেটজাত পোলাও চাল ১৫০ টাকা ও খোলা চাল ১২০-১৩০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
গল্লামারি বাজারের সবজি বিক্রেতা আকবর আলী বলেন, বাজারে প্রতিদিন ট্রাক বোঝাই সবজি আসছে। তাই এতো দাম কম। মানুষজন খুব খুশি এতো কম দামে সবজি পেয়ে। টমেটোর দাম একটু বেশি, তবে দাম কমে যাবে।
ময়লাপোতা সান্ধ্য বাজারের মাছ বিক্রেতা বেলাল হোসেন বলেন, মাছের দাম যা তাই আছে। ১০-২০ টাকা আপ-ডাউন করে পরিবহনের জন্য। এছাড়া সব মাছের দাম কমই আছে।
রুপসা বাজারে আসা ক্রেতা ফরহাদ হোসেন বলেন, সবজির বাজার এখন ঠান্ডা আছে। কখন যে গরম হয়ে যায়, সেই আতঙ্কে আছি। চালের দাম বাদে শাক-সবজির দাম কমেছে।
চাল ব্যবসায়ী সাকিবুল ইসলাম বলেন, খুচরা ব্যবসায়ীরা দাম বৃদ্ধিতে কিছুই করতে পারে না। একজন দাম বাড়ালে তার খদ্দের কমে যাবে। চালের দাম বাড়ে মিল মালিকদের জন্য। এখানে খুচরা ব্যবসায়ীদের কোনো হাত নেই।