মাজেদুল হক মানিক: মেহেরপুরে ওজনে কম দেয়াসহ বিভিন্ন অনিয়মের কারণে চার ব্যবসায়ীকে মোট তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে শহরের বড় বাজারে এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান।
মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় শাহীন পোল্ট্রি ফিডের মোহাম্মদ শামসুজ্জোহা শাহীনের নিকট ডিম ক্রয় বিক্রয় সূচিপত্র না থাকায় ও ডিম বেশি দামে বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ হাজার টাকা, রবি স্টোর মালিক মোঃ রবিউল ইসলামের দোকানে চিনি, ডাল, তেলসহ কয়েকটি মালের অনিয়ম থাকায় কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ এর ১ ধারায় এক হাজার টাকা।
মাছ ব্যবসায়ী পানা হালদার মাছ ক্রয় বিক্রয়ের সূচি ও বেশি দামে মাছ বিক্রি করাই একই ধারায় ৫০০ টাকা এবং বিপ্লব কুমার হালদারকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় অন্যদের মধ্যে কৃষি বিপণন ও বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা মোঃ জিয়া হায়দার, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।