ভোক্তাকণ্ঠ ডেস্ক: মেহেরপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার সন্ধ্যায় গাংনীর উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে আইকন বেভারেজ নামের এক কারখানায় অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, আইকন বেভারেজ নামের একটি আইসক্রিম কারখানার কোনো অনুমোদন নেই। বিভিন্ন ধরনের কেমিক্যাল ও ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল।
তিনি আরও জানান, অনুমোদন না থাকায় এ কারখানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে জব্দ করা হয়েছে আইসক্রিমে ব্যবহৃত বিভিন্ন ধরনের কেমিক্যাল ও ফ্লেভার।