ভোক্তাকণ্ঠ ডেস্ক: মেহেরপুরের গাংনীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে গাংনীর আমিন মিষ্টান্ন ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করে আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের মেহেরপুর-চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
জানা যায়, আমিন মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি তৈরীর কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরী করে তা বিক্রি করা হয়। এছাড়াও কারখানা শ্রমিক ও মিষ্টি তৈরীর শ্রমিকরা স্বাস্থ্যবিধি অমান্য করে মিষ্টি তৈরী করেন। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় হোটেল মালিক রাশিদুল ইসলামকে দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর মশিউর রহমান ও পুলিশের একটি দল।