মেহেরপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

মাজেদুল হক মানিক: মেহেরপুরে বিভিন্ন মুদি দোকান থেকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মধু, আদি বোম্বে, মিমি বেকারি ও জোসনা বেকারি থেকে পাউরুটি এবং বড়বাজার থেকে গলদা চিংড়ি, ইলিশ মাছের স্যাম্পল কালেকশন করে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে পরীক্ষা করার জন্য অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মধুতে ভেজাল উপাদান পাওয়ায় সেগুলো জব্দ করে বিনষ্ট করা হয়।

জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য সঠিক রাখার জন্য মেহেরপুরে এ অভিযান মাসে দুই দিন হবে বলে জানান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ তারিকুল ইসলাম, মশিউর রহমান, মনিরুল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ জামাত আলী ও নমুনা সংগ্রহ সহকারী সোহেল রানা।