ফার্মেসীতে পাওয়া গেল মেয়াদোত্তীর্ণ ঔষধ

কাজী হাফিজুর রহমান: নড়াইলের লোহাগড়ায় ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার লাহুড়িয়া বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।

এ সময় ওই বাজারের মেসার্স মাহমুদ ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

পরে লাহুড়িয়ার কাঁচা বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন সহকারী পরিচালক শামীম হাসান। দোকানের পণ্যের মূল্য তালিকা না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করেন এবং লাভের নামের সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাব নড়াইল জেলার সেক্রেটারি কাজী হাফিজুর রহমান ও তিন জন পুলিশ সদস্য।