কাজী হাফিজুর রহমান: নড়াইলে মিথ্যা তথ্য প্রদানের অপরাধে এক ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি। রোববার দুপুরে টাস্কফোর্স কমিটির পক্ষে রূপগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় মিথ্যা তথ্য প্রদানের অপরাধে পাইকারি ব্যবসায়ী মো. কামরুল ইসলামকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও, দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করা হয়। লাভের নামের সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান কমিটির সদস্যরা।
এ সময় অন্যদের উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি সদস্য শুভ মোল্যা ও নবাব মোল্যা।