ভোক্তাকণ্ঠ ডেস্ক: সাতক্ষীরায় দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ভূয়া এক চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ডসহ রেজিস্ট্রেশন না থাকার অপরাধে অপর এক ডায়াগনস্টিক মালিককে ১০ দিনের কারাদণ্ডসহ সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের সদর হাসপাতাল সংলগ্ন শেফা ডায়াগনস্টিক সেন্টার ও আস্থা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেনের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকারি নির্দেশ অনুযায়ী বিভিন্ন ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভূয়া চিকিৎসক দিয়ে ক্লিনিক পরিচালনার অভিযোগে সাতক্ষীরা শহরের সেফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবু বক্কর সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সেখানকার ভূয়া চিকিৎসক বিপুল কুমার দাস ওরফে বিকে দাসকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি জানান, রেজিস্ট্রেশন না থাকায় আস্থা ডিজিটাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করা হয়েছে। একইসঙ্গে ওই প্রতিষ্ঠানের মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
সে সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা র্যাব-৬ কোম্পানি কমান্ডার এএসপি নাজমুল হক, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।