পারভিন আক্তার: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি-২০২৪ বাস্তবায়ন এবং এই নীতির আলোকে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচার নিশ্চিত করার লক্ষ্যে ২১ দফা দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ক্যাব সাতক্ষীরা জেলা কমিটির প্রতিনিধিরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, ক্যাব সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি এড. মো. আজহারুল ইসলাম, সহ-সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক পারভিন আক্তার, সাংগঠনিক সম্পাদক মাসুদার রহমান, নির্বাহী সদস্য হাসানুজ্জামান, আহাম্মাদুল কবীর, জি এম ইশতিয়াক জামিল, আব্দুল নঈম, সামিউল ইসলাম, জুলিয়া খাতুনসহ অন্যরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জনগণ যেন সঠিক দাম, মাপ ও মানে বিদ্যুৎ এবং প্রাথমিক ও নবায়নযোগ্য জ্বালানি সেবা পায় এবং লুণ্ঠনের শিকার না হয়, সে জন্য বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি সরবরাহের সকল পর্যায়ে স্বচ্ছতা, ন্যায্যতা, সমতা, যৌক্তিকতা ও জবাবদিহিতা তথা জ্বালানি সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে ক্যাবের পক্ষ থেকে লুণ্ঠন প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের আমলে জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচার নিশ্চিত করার লক্ষ্যে ২১ দফা দাবি পেশ করা হয়।