পাইকারি কেনা আলুর দামের রিসিট ছিলো না ব্যবসায়ীর কাছে

পারভিন আক্তার: সাতক্ষীরায় দিনাজপুর থেকে ট্রাকযোগে নিয়ে আসা আলুর দামের রিসিট না থাকায় মায়ের দোয়া বাণিজ্যালয়কে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স।

রোববার শহরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।

এছাড়াও, শহরের ইটাগাছার সংগ্রাম কোল্ড স্টোরেজে এক হাজার ১৬৩ বস্তা এবং সোনালী আইস অ্যান্ড কোল্ড স্টোরেজে দুই হাজার ২০২ বস্তা আলুর মজুদ পাওয়া যায়। মো. নাজমুল হাসান মজুতকৃত আলু দুই দিনের মধ্যে কোল্ড স্টোরেজ থেকে বের করার নির্দেশ দেন।

অভিযানে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক পারভিন আক্তার এবং নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিলসহ বিশেষ টাস্কফোর্সের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।