দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে জামালপুরে বাজার মনিটরিং

ভোক্তাকণ্ঠ ডেস্ক: জামালপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ তদারকি করতে বাজার মনিটরিং করেছে বিশেষ টাস্কফোর্স।

সোমবার দুপুরে শহরের আনন্দগঞ্জ বাজার, শফি মিয়ার বাজারসহ বেশ কয়েকটি বাজার মনিটরিং করে তারা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলামসহ ১১ সদস্যের একটি দল উপস্থিত ছিলেন।

দলটি বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পণ্যের যৌক্তিক মূল্যসহ উৎপাদন, পাইকার ও ভোক্তা পর্যায়ে পণ্য মূল্যের পার্থক্য ন্যূনতম রাখার আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বিশেষ টাস্কফোর্সের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বলেন, বাজার নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। উৎপাদন ও ভোক্তা পর্যায়ে বাজারে যে দাম রয়েছে সেটি যাচাই করে দেখছি। এছাড়া ব্যবসায়ীদের সতর্ক করে দিচ্ছি। যেন দাম সহনীয় পর্যায়ে থাকে। পরে আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।