ভোক্তাকণ্ঠ ডেস্ক: গ্যাস সংকটের কারণে জামালপুরের সরিষাবাড়ীতে দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। সোমবার বিকেল ৩টা থেকে কারখানা বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না থাকায় বিকেল ৩টায় সার উৎপাদন বন্ধ করা হয়েছে। এর আগে গত বছরের ০৫ সেপ্টেম্বর গ্যাস সরবরাহ না থাকাই সার উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টানা ৭২ দিন উৎপাদন বন্ধ থাকার পর সংকট কাটিয়ে ওই বছরের ০১ নভেম্বর গ্যাস সরবরাহ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পর দিন ০২ নভেম্বর উৎপাদনে ফেরে যমুনা। এরপর আবার ৭৫ দিন পরে গ্যাস সংকট দেখা দেয়। আজ দুপুরে গ্যাসের চাপ একেবারে কমে যাওয়াই বিকেল ৩টায় ফের উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।
এ বিষয়ে যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় সার উৎপাদন বন্ধ করা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও উৎপাদনে শুরু হবে।