ভালুকায় ৩ মিষ্টির দোকানীকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী, স্টিকার বিহীন খাবার পরিবেশনা ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অপরাধে তিন তিন মিষ্টির দোকানীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান।

এ সময় রসের মিষ্টিকে ২০ হাজার টাকা, টাঙ্গাইল পোড়াবাড়ি মিষ্টির দোকানকে ১০ হাজার ও আলীবাবা সুইটসকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ভালুকা পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক ও ভালুকা মডেল থানার পুলিশ সহযোগিতা করেন।