জ্বালানি রুপান্তর নীতি বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে ক্যাবের স্মারকলিপি প্রদান

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রুপান্তর নীতি- ২০২৪ বাস্তবায়ন এবং জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি খাত ধ্বংসের সাথে জড়িত অপরাধীদের বিচারের দাবিতে ময়মনসিংহে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করা স্মারকলিপি ক্যাব নেতৃবৃন্দের নিকট থেকে গ্রহণ করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

এ সময় ক্যাব ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এম এ কাশেম, ক্যাব ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।