ভোক্তাকণ্ঠ ডেস্ক: ময়মনসিংহে ছয় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার ও দুই ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। রোববার দুপুরে নগরীর চরপাড়া এলাকায় স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এগুলো হলো- আধুনিক প্রাইভেট হাসপাতাল, আদিব প্রাইভেট হাসপাতাল, গ্রামীণ প্রাইভেট হাসপাতাল ও গাজী প্রাইভেট হাসপাতাল। অপর দুটির নাম জানা যায়নি।
ডা. মোহাম্মদ শফিউর রহমান বলেন, ছয়টি ক্লিনিকের কারো লাইসেন্স নেই। একটি ক্লিনিক চালাতে যে কয়জন চিকিৎসক-নার্স দরকার একটিতেও আমরা সে জনবল পাইনি। তাই ছয়টি ক্লিনিক সিলগালা করতে বাধ্য হয়েছি। এ সময় ১১টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।
এ সময় সিভিল সার্জন নজরুল ইসলাম, সহকারী সিভিল সার্জন পরীক্ষিত কুমার পাড়সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।